সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করেন। এ সময় শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার ২ জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সংক্ষিপ্ত আলোচনাও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নানের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আহবায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপির মামুন মাহমুদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোনাগাছি উপজেলা বিএনপি।
সঞ্চালনায় ছিলেন, হাজী শাহজাহান মেম্বার,
সভাপতি সোনারগাঁও পৌরসভা বিএনপি, মোতালেব কমিশনার, সাধারণ সম্পাদক সোনারগাঁ পৌরসভা বিএনপি, আতাউর রহমান, সাধারণ সম্পাদক, সোনারগাঁ মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপি, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি, সেলিম হোসেন দিপু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর গুণগান করে শেষ করা যাবে না। তিনি শিশুগুরু ছিলেন, যিনি আমাদের শিখিয়ে গেছেন তার আদর্শকে ধরে রাখতে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে ও যুবদলকে নিজ হাতে গড়ে তুলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সোনারগাঁয়ে এসে খাল খনন করে গেছেন এবং সোনারগাঁয়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে গেছেন।
তার হাত ধরে সোনারগাঁয়ে অনেকে বিএনপি করেছে, যাদের নেতৃত্বে আজ উপজেলা বিএনপি সংগঠিত হয়েছে। জিয়াউর রহমান আমাদের প্রাণের স্পন্দন। তিনি আমাদের মাঝে তার একজন প্রতিচ্ছবি রেখে গেছেন, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ আমাদের পথ দেখায়।