সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার মালামাল জব্দ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
২০ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, কুশখালী, কালিয়ানী, মাদরা, হিজলদী ও বাকাল চেকপোষ্ট এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফলমোড় নামক স্থান হতে ০৩ বোতল ভারতীয় মদ আটক করে । মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১৯ বোতল ভারতীয় মদ আটক করে । এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালসারি নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদ আটক করে ।
এছাড়াও, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১/২৩ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বেড়িবাধ নামক স্থান হতে ২৮,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে । কূশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/১ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন শ্মশ্বান নামক স্থান হতে ৩৫,০০০/- টাকার ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন কালিয়ানী নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ৭০,০০০/– টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৩ ও ৫ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ছবেদার মোড় ও গেড়াখালী নামক স্থান হতে ২,৬০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৪/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বিএসপি পোষ্ট নামক স্থান হতে ৩৫,০০০/– টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বাকাল চেকপোষ্ট বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন খানপুর নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালচত্ত্বর নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট= ৭,৯০,৫০০/- (সাত লক্ষ নব্বই হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান, তিন রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা জরিমানা।

Share the post

Share the postমো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী : সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ ০৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় […]

চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করল বিজিবি,পাঠানো হয়েছে ক্যাম্পে

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের অবাধে বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।মঙ্গলবার (০৭ অক্টোবর) ৭ ঘন্টায় বিশেষ অভিযানে অস্থায়ী চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদেরকে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের […]