আরো ৪৭ জনকে চোখ অপারেশনে পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১০ আগস্ট) সকালে ৬ষ্ঠ ধাপে ৪৭ জন রোগীর চোখের চিকিৎসা সহ অপারেশন করতে ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান, বিরিশিরি ইউনিয়ন বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান।জানা গেছে, ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে, অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাচ্ছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার খেটে খাওয়া মানুষ। ইতোমধ্যে দুর্গাপুর উপজেলা থেকে ৫ম ধাপে প্রায় ২৩০ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। শুধু অপারেশন নয়, রোগীদের থাকা-খাওয়া, যাতায়াত, ঔষধসহ সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। এ কাজে স্থানীয় বিএনপি’র স্বেচ্ছাসেবীরা দুর্গাপুর থেকে বাসযোগে কে. জামান হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা শেষে রোগীদের বাড়ি পৌঁছে দেন।স্থানীয়রা বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা রোগীতেদের মধ্যে ৯৩২ জন রোগীকে ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তত করা হয়। ওই তালিকা ধরেই আজ ৬ষ্ঠ ধাপের যাত্রা শুরু। এরই ধারাবহিকতায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৩ জন মহিলা এবং ২৪ জন পুরুষ রোগীকে আজকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। দলীয় নেতাকর্মীরা বলেন, মানবসেবার উপরে আর কোন কিছুই হতে পারে না। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ইতোমধ্যে মানবিক নেতা হিসেবে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে। দীর্ঘদিন ধরে নিজ অর্থায়নে যেসকল মানবিক কাজ গুলো করে যাচ্ছেন, এর কোন তুলনাই চলে না। কায়সার কামাল একজন যোগ্য নেতা বলেই উনার পক্ষে এসকল কাজ করা সম্ভব হচ্ছে।পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল রোগীদের চোখের অপারেশন সম্পন্ন করা হবে। মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ৫শত মানুষ চোখের আলো ফিরে পেয়েছেন। এমন সেবামুলক কাজে শ্রম দিতে পেরে তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেইসাথে আমি সংশ্লিষ্ট কাজে যারা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।এ সময়, বিএনপি নেতা আলহাজ্ব আজিজুল হক ফকির, আবুল বাশার বাদশা, আনোয়ার খলিফা, রেজাউল করিম রাজা, শহীদুল ইসলাম, নুরুল আমিন নুরু, যুবদল নেতা সম্রাট গণি, নুর ইসলাম জামিল, কবির আহম্মদ, মঞ্জুরুল হক মঞ্জুল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কুরআন অবমাননাকারির ফাঁসির দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পাল ধর্ম নিয়ে কটূক্তি এবং পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলার সর্বস্তরের যুবসমাজের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।   বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তারা বলেন, আমরা ৯০ […]

দুর্গাপুর প্রেসক্লাবকে কম্পিউটার সেট দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবকে একটি কম্পিউটার সেট প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে ওই কম্পিউটার সেট হস্তান্তর করেন শিবগঞ্জ-দুর্গাপুর সেতু কমিটির সদস্যগণ।   কম্পিউটার সেট হস্তান্তর পুর্ব আলোচনায় প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক […]