“উত্তরখানে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: স্বামী-স্ত্রী দুজনই নিহত”

Share the post

তাহমিদ আল গালিব ক্যাম্পাস প্রতিনিধি নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ :রাজধানীর উত্তরখান মাজার এলাকার দিয়াবাড়ি বাঁশতলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন। গতকাল (২৬ মার্চ) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে স্ত্রী মৃত্যুবরণ করেন, আর আজ (২৭ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীও মারা যান।

ঘটনার বিবরণঃ

জানা গেছে, বাসার সামনের রাস্তায় নির্মাণকাজ চলছিল, যার ফলে বাসার ফ্লোর ফেটে গ্যাস লাইনে লিকেজ হয়। স্বামী-স্ত্রী ঘুমিয়ে থাকলেও রাত ১১টার দিকে স্ত্রী মশার কয়েল জ্বালাতে ওঠেন। কয়েল জ্বালানোর মুহূর্তেই গ্যাস জমে থাকা টিনশেডের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় স্ত্রী গুরুতর দগ্ধ হন, আর স্বামীও অগ্নিদগ্ধ হন।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ স্বামী-স্ত্রীকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২৬ মার্চ) সকাল ১১টার দিকে স্ত্রী মারা যান, আর আজ সকালে স্বামীও মৃত্যুবরণ করেন।

সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিতঃ

নিহত দম্পতির দুটি মেয়ে সন্তান রয়েছে, যাদের ঈদের জন্য আগেই গ্রামের বাড়ি সরিষাবাড়ি, বাওসি বাজার, জামালপুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কর্মজীবী এই দম্পতিরও গতকাল (২৬ মার্চ) গ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ভাগ্যের নির্মম পরিহাস— তারা আর কখনো ফিরে যাবেন না। এখন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।