নেত্রকোনায় গাড়িচাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফুফুর বাড়ি বেড়াতে এসে বেপরোয়া গতির গাড়ির চাপায় মাদরাসার এক শিশু শিক্ষার্থী ছোয়ামনি (৮) নিহত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া গ্রামে নিহতের ফুফু নাদিরা আক্তারের বাড়িসংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটিকে এলাকাবাসী আটক করতে পারলেও চালক ও সহকারী (হেলপার) কৌশলে পালিয়ে গেছে। জানা গেছে, নিহত ছোয়ামনি ময়মনসিংহ কোতোয়ালি থানার বাঘেরকান্দা গ্রামের সাখাওয়াত উল্লাহ ও সুমি আক্তার দম্পতির বড় সন্তান। ছোয়ামনি ওই এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। নিহতের ফুফু নাদিরা আক্তার ধারাপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত শনিবার ময়মনসিংহের নিজ বাড়ি থেকে দাদি মোছা. রেহেনা বেগমের সাথে ধারাপাড়া গ্রামে ফুফুর বাড়ি আসে ছোয়ামনি। ফুফুর বাড়িসংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সীমান্ত সড়কের পাশে বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করছিল ছোয়ামনি। এ সময় সীমান্তবর্তী মহেষখলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। সকাল অনুমান সোয়া ৯টার দিকে গাড়ির চাকার নিচে পড়ে যায় শিশুটি। তার সাথে থাকা অন্য শিশুরা সড়কের পাশে পুকুরে পানিতে ছিটকে পড়ে। তাদের চিৎকারে ফুফুসহ আশপাশের লোকজন এসে ছোয়ামনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যানে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে চায় শীতল পাটির কারিগররা

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : শীতল পাটি বাংলার সুপ্রাচীন এক কুটির শিল্পের নাম। শীতল পাটি আমাদের সভ্যতা, কৃষ্টি ও ঐতিহ্যের অংশ। এছাড়া বাংলাদেশের শীতল পাটি এখন বিশ্ব ঐতিহ্যেরও অংশ। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো আনুষ্ঠানিক এ স্বীকৃতি ঘোষণা দেয়। এক সময় সারাবিশ্বে ছিল শীতল পাটির খ্যাতি। আমাদের গৃহস্থালির নানা দরকারি জিনিসের […]

নেত্রকোনায় বন্যায় সাড়ে ৩শ কোটি টাকার আমন ফসলের ক্ষতি, অন্যদিকে ছয়শ কিলোমিটার গ্রামীণ সড়ক ডুবে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রায় ২৫ হাজার হেক্টর আমন ফসলের জমি নষ্ট হয়েছে। যেখানে উৎপাদিত ধানের মূল্য সাড়ে ৩শ কোটি টাকা। এই বন্যায় নষ্ট হয়েছে নানা জাতের সবজি খেত। চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কিছু অঞ্চলে পানি নামলেও নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি এলাকার […]