সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না পেয়ে বিএনপি নেতার প্রবাসীকে গুলি করে হত্যা চেষ্টা
ফাহাদ, সোনারগাঁ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোহরাব হোসেন নামের এক প্রবাসীর কাছ থেকে দাবীকৃত চাঁদা না পেয়ে তাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভুইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।
রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
জানা যায়, ভুক্তভোগী সোহরাব একই এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি তার নিজ বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ও তার লোকজন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আজ দুপুরে শাহজাহান ভুইয়ার নেতৃত্বে ফারজান করিম, আলিফ ভুঁইয়াসহ ১০-১২ জনের একটি দল তাকে মারধর করেন।
পরে বিএনপি নেতা শাহজাহান ভুইয়া আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে হত্যা করতে তেড়ে যান।
এ সময় সোহরাবের স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়।
চাঁদা না পাওয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রবাসীকে গুলি করে হত্যাচেষ্টার বিষয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভুইয়া মাসুম বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রবাসীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।