

ফাহাদুল ইসলাম, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামায়াতে ইসলামী যুব কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জামপুর ইউনিয়ন তালতলা বাজার নূর হাজী সূপার মার্কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী অস্থায়ী কার্যালয়ে সভায় ইসলামী যুব কমিটির আহবায়ক মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সোনারগাঁ উত্তর জামায়াতে ইসলামীর সভাপতি ইসহাক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামীর কর্ম পরিষদের সদস্য এডভোকেট খোরশেদ দেওয়ান,
ও নারায়ণগঞ্জ জেলা কর্মপরিশোধ সদস্য ও নির্বাচন তদারককারী মাওলানা আশরাফুল ইসলাম । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম মোল্লা, ইব্রাহিম মিয়াসহ বিভিন্ন দায়িত্বশীল প্রমুখ ।