বিয়ের প্রলোভনে ধর্ষন

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে আশুলিয়ায় এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে করার পর প্রতারণার অভিযোগ উঠেছে মেহেদী হাসান (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে।
(২৩ জুন) রাতে এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।
সোমবার রাতে এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।
 জানা যায়, প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মেহেদীর। এক মাস আগে তিনি ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর গত ১০ জুন এবং ২০ জুন আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে ঘুরতে নিয়ে গিয়ে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ২২ জুন রাত ১১টায় মেহেদী তাকে ফোন করে জানিয়ে দেয়, তার পক্ষে ওই তরুণকে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন রাত ৮টা ৩০ মিনিটে শেনওয়ালিয়া বাজার এলাকায় দেখা হলে মেহেদী বলে, তোমাকে নিয়ে ফুর্তি করেছি, মজা করেছি, তোমাকে বিয়ের কোনো ইচ্ছাই আমার ছিল না।
 তরুণীর দাবি, এ ঘটনার ফলে তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মেহেদীর মতো প্রতারকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে মাদক কারবারী গ্রেফতার,ও গাঁজা উদ্ধার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম ৭ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২:৫০ মিনিটে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা থেকে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে মোট দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আসামিকে উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ প্রক্রিয়ায় জব্দ […]

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান, তিন রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা জরিমানা।

Share the post

Share the postমো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী : সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ ০৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় […]