রিয়াজুর রহমান পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার কর্তৃক
ইটবাড়িয়া সদর উপজেলাধীন এলাকায় ১০(মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত
মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে প্রায় চার শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে মানবিক এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে কোস্ট গার্ড মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এই চিকিৎসা সেবাও ঔষধ বিতরণ করে ৷
উক্ত ক্যাম্পেইনে তিন শতাধিক স্থানীয় অসহায় গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার ইয়াসমিন আক্তার এএমসি ও অন্যান্য কোস্ট গার্ড সদস্যরা ৷