

মোঃ সজল মন্ডল ফরিদপুর :ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক ও ছাত্র জনতার উপর অসংখ্য গুলিবর্ষণ, হামলা এবং মামলার অন্যতম প্রধান আসামী গোলাম মোহাম্মদ নাসিরকে গ্রেফতারের গুঞ্জন শোনা যাচ্ছে।
বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে, তাকে রাজধানী ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন তথ্য বা ঘোষণা প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নাসিরের বিরুদ্ধে বিভিন্ন হামলা ও মামলার অভিযোগ দীর্ঘদিন যাবৎ রয়েছে। তার গ্রেফতারের খবর পাওয়ার পর থেকেই এলাকায় তা নিয়ে আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলে এই গুঞ্জন কতোটা সত্যি তা নিশ্চিত হওয়া যাবে না।
গ্রেফতারের বিষয়ে সরকারি বা পুলিশি পক্ষ থেকে যে কোনো প্রকার ঘোষণা আসলে তা সর্বসাধারণের কাছে জানানো হবে।