ইবি’র জুলাই ৩৬ হলের কালচারাল ক্লাবের নেতৃত্বে আপন ও তামান্না

Share the post
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন জুলাই ৩৬ হল কালচারাল ক্লাবের ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিয়া তাসনিম আপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল তামান্না।
বুধবার (২৩ জুলাই) দুপুর ৩টায় হল প্রভোস্টের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি শাপলা খাতুন ও রাফিয়া নাজনীন কথা, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন শিলা ও আফসানা পারভিন তিনা, সাংগঠনিক সম্পাদক রাইসা আমিন লস্কর, দপ্তর সম্পাদক রেজওয়ানা শহিদ বিথী, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মারিয়ম আক্তার চৈতি, উপ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক অদিতি ঢালী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জেরিন আক্তার মিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মায়মুনা সুলতানা, উপ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চন্দ্রা বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য তাজনিমা, তাসনিম ফেরদৌস শেফা, শারমিন আক্তার, রুমানা আক্তার, আকলিমা খাতুন ও বিদিথী শিকদার।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না বলেন, “হলভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রাখতেই এই কমিটি কাজ করবে। আমরা চাই, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটুক। সকলে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলে একদিন এই ক্লাব জাতীয় পরিচিতি পাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, “ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সম্মিলিতভাবে কাজ করে ক্লাবকে আরও প্রাণবন্ত, সৃজনশীল ও মর্যাদাপূর্ণ সংগঠনে পরিণত করতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বলেন, “জুলাই ৩৬ হল ‘৫ আগস্ট’-এর আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক। এই হলের সাংস্কৃতিক ক্লাব নতুন নেতৃত্বের হাত ধরে আরও সাফল্য অর্জন করবে—এমনটাই আমার প্রত্যাশা।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের পেছনের প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। […]

সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the post ইবি প্রতিনিধি:গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে কুপিয়ে গলা কেটে হত্যার ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত গভীরেও থেমে থাকেনি শিক্ষার্থীদের ক্ষোভের আগুন। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে […]