ইবিতে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

Share the post
ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৪ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’র আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১৬৬ নম্বর কক্ষে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায়, গোলাম রাব্বানী ও আইইউডিএস-এর সদস্য সচিব দিদারুল ইসলাম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিটিভি বিতর্ক প্রতিযোগিতার নির্দেশক নাজমুল হুদা আজাদ, সাবেক টিভি বিতার্কিক মো. খালিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক আজমিম মাহমুদ এবং আইইউডিএস-এর সাবেক আহ্বায়ক ও টিভি বিতার্কিক নোমান ইবনে বাশার।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “শহীদ আবু সাঈদের স্মরণে এবং ‘জুলাই স্পিরিট’ ধারণ করে আমরা এই বিতর্কের আয়োজন করেছি। ২০১৭ সালের পর দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা হয়নি। এবার ২২টি বিভাগের অংশগ্রহণে আমরা আবার এ সংস্কৃতি ফিরিয়ে আনতে পেরেছি। নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।”
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় হলো সৃজনশীলতা ও জ্ঞান-বিজ্ঞানের বিকাশের স্থান। বিতর্ক প্রতিযোগিতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকদিন পর হলেও জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে এমন আয়োজন শুরু করতে পারা আনন্দের। আশা করি, এটি ধারাবাহিকভাবে চলবে। বিতর্কের মাধ্যমে মত প্রকাশ ও পারস্পরিক সহমর্মিতার সুযোগ তৈরি হবে, যা শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপূজা উপলক্ষে ইবি কর্তৃপক্ষের আন্তরিক শুভেচ্ছা

Share the post

Share the postশারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হক এক যৌথ শুভেচ্ছা […]

রাবিতে প্রো-ভিসি’র ওপর হামলার প্রতিবাদে ইবি জিয়া পরিষদের নিন্দা

Share the post

Share the postইবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. এনামুল হকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাখা। সোমবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, গত ২০ […]