“আগে তৃণমুল নেতাকর্মীদের ভালোবাসুন, পরে নেতৃত্বে আসুন”-ব্যারিস্টার কায়সার কামাল
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: আগে তৃণমুল বিএনপি‘র নেতাকর্মীদের ভালোবাসতে শিখুন, পরে দলীয় নেতৃত্ব দিতে আসুন। নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি‘র সম্মেলন উপলক্ষে বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ কথা বলেন।
স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, জেলা বিএনপি‘র আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। উদ্বোধন শেষে, উপজেলা বিএনপি‘র আহবায়ক মো. জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি‘র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপি‘র সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী, জেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক, এডভোকেট মো. মাহফুজুল হক, মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আব্দুল আওয়াল, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ প্রমুখ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত দুই দশকে দেশের রাজনীতিকে কুলষিত করেছে শেখ হাসিনা, এবং রাজনীতিকে ধ্বংস করেছে আওয়ামীলীগ। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনীতি বিদদের প্রতি দেশের মানুষের আস্থা অর্জন করা। বিএনপি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। গত ১৭ বছর যারা দেশ চালিয়েছে তাদের প্রতি মানুষ আস্তা ছিলনা। তাদের প্রতি ঘৃণা ছিলো, যে কারনে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমার বড় চ্যালেঞ্জ ছিল, দুর্গাপুর-কলমাকান্দা এলাকার মানুষ যেনো বিএনপির প্রতি আস্থাশীল হয়। আমরা দেখাতে চাই, বিএনপি আর্তমানবতার সেবায় কাজ করেই মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, “বিএনপি উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ জিয়া যখন বাংলাদেশে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি বলেছিলেন বিএনপি উৎপাদনের রাজনীতি করবে তাই আজকে বিএনপি পরিবার ও দেশের প্রত্যেকটা নেতাকর্মী সে লক্ষ্য নিয়ে রাজনীতি করে যাচ্ছে। এরই ধারাবহিকতায়, সবাইকে সাথে নিয়ে দলের পক্ষ কাজ করে যাচ্ছি।
জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আত্ম ও দূর্গত মানুষের পাশে দাঁড়াতে, আমরা সেই ¯েøাগানকে ধারণ করে ইতোমধ্যে দলের পক্ষ থেকে দুর্গাপুর-কলমাকান্দায় বিভিন্ন কর্মকান্ড শুরু করেছি। এর মধ্যে শহীদদের আর্থিক অনুদান, বাড়িঘর মেরামতে সহায়তা, ঈদ উপহার ও কুরবানী দেওয়ার ব্যবস্থা করণ, মেডিকেল ক্যাম্প, অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো, ক্যান্সার রোগী সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান, মানুষের দুর্ভোগ লাঘবে শিবগঞ্জ ও চৈতাটি ঘাট দিয়ে সোমেশ্বরী নদীর উপর কাঠের সেতু নির্মাণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি। দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করার আহবান জানান তিনি।