নানান মর্যাদায় নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
সোহেল খান দুর্জয়,নেত্রকোনা : ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা পাবলিক হলে গিয়ে শেষ হয়।
পরে জেলা পাবলিক হলে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে—শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান।