বিজয়নগরে এসিল্যান্ড ছাড়াই ৮মাস ধরে চলছে ভূমি অফিস

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিন ধরে এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) পদ শূন্য থাকায় থমকে গেছে নানা ভূমি সেবা কার্যক্রম। এতে দাপ্তরিক জটিলতার পাশাপাশি জনদুর্ভোগ চরমে উঠেছে। আটকে আছে নামজারি, খাজনা আদায়সহ বিভিন্ন কাজ; ফলে কমেছে সরকারি রাজস্ব আয়ও। কবে নতুন এসিল্যান্ড যোগ দেবেন—এ বিষয়ে নিশ্চিত নন কেউই।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর এসিল্যান্ড বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা অতিরিক্ত দায়িত্বে ভূমি অফিসের কাজ দেখভাল করছেন। তবে একাধিক দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মিত অফিস পরিচালনা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এতে উপজেলার ১০টি ইউনিয়নের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, এসিল্যান্ডের অনুপস্থিতিতে বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলো ব্যাহত হচ্ছে। ফলে তাদের নানাভাবে হয়রানি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।তবে উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব আলী অভিযোগ করে বলেন, “৮ মাস ধরে ঘুরছি, কিন্তু নামজারি করতে পারিনি। ইউএনও স্যারের সাথে দেখা করতেও পারিনি।”এ বিষয়ে ইউএনও সাধনা ত্রিপুরা জানান, “আমার দরজায় এসে কেউ সেবা না পেয়ে ফিরে যায়নি। আমার দরজা সবার জন্য খোলা। আমি দিন-রাত কাজ করছি, আর নামজারি ২৮ দিনের বেশি আটকে থাকে না। ভূমি অফিসের সব কাজই দ্রুত সম্পন্ন হচ্ছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ার আটলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। 

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ও উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ গ্রামের কেন্দ্রীয় খেলার মাঠে শাহরিয়ার আলম রানা ও জাবেদ ভূইয়ার যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বি ইলিয়াস ভূইয়া,শিক্ষক রতি রঞ্জন […]

বিজয়নগরে স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ চোর গ্রেফতার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।থানার সূত্রে জানা যায়, ২৩ জুলাই সন্ধ্যা থেকে ২৪ জুলাই সকাল পর্যন্ত যেকোনো সময় বুধন্তী দক্ষিণপাড়ায় বাদিনির বসতবাড়ির পশ্চিম ভিটির টিনের ঘরে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা ওই সময় ঘর থেকে ১টি স্বর্ণের লকেটসহ চেইন, […]