চকরিয়ায় সাংবাদিক তুহিন হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

Share the post

ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি : ঢাকা গাজীপুরে সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতে গিয়ে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চকরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল ৩টায় চকরিয়া নিউমার্কেট চত্বরে চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়। প্রেসক্লাব সভাপতি এম ওমর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সমকাল প্রতিনিধি এম আর মাহমুদ, নয়াদিগন্ত প্রতিনিধি রফিক আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উল হক, যুগ-যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ, মানবজমিন চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ,কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব, দৈনিক খবর পত্র স্টাফ রিপোর্টার অলি উল্লাহ রনি, সাংবাদিক জামাল হোসাইন, দৈনিক নবচেতনা কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি, ফয়সাল আলম সাগর, নরুল আমিন টিপু, জুবাইরুল ইসলাম, সাদ্দাম হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, মব জাস্টিসের মাধ্যমে সাংবাদিক হত্যা করে গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা চলছে, যা কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলেও সাংবাদিকরা অনিরাপত্তায় ছিলেন এবং বর্তমানে সেই পরিস্থিতি অব্যাহত রয়েছে। বক্তারা তুহিন হত্যাসহ সাংবাদিক গুম, হত্যা ও নির্যাতনের তীব্রনিন্দা জানিয়ে দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে চকরিয়ার কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইন ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]