লাশ সনাক্ত হয়েছে উত্তরায় বিমান বিধ্বস্তে নিখোঁজ তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ওহির মা আফসানা প্রিয়ার
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদিয়াশুলাই গ্রামের শিশু শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার লাশের সনাক্ত হয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। বৃহস্পতিবার দুপুরে তার লাশের সনাক্ত করা হয় বলে জানা গেছে। ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজের ৪ দিন পর শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার লাশের সনাক্ত হয়েছে।
নিখোঁজের সনাক্ত হওয়া আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃর্ধার স্ত্রী ।
পরিবারিক সুত্রে জানা যায়, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেনীতে লেখা পড়া করতো গাজীপুরের কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃর্ধার ছেলে আফসান ওহি। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনই ছেলেকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো। প্রতিদিনের মত সোমবারও আফসানা প্রিয়া তার সন্তান আফসান ওহিকে স্কুলে নিয়ে গিয়ে শ্রেনী কক্ষে দিয়ে নিজে অভিবাবক কক্ষে বসে ছিলেন। একপর্যায়ে ছেলে আফসান ওহি ক্লাশ রুম থেকে বের হলে মা আফসানা প্রিয়া ছেলের ব্যাগ আনতে ভেতরে যাওয়া মাত্রই হঠাৎ করে স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক হতাহত হয়। এসময় অভিবাবকরা তাদের সন্তানদের খুজে পেতে অনেক ছুটাছুটি করতে থাকে। এসময় সন্তান আফসান ওহিকে পাওয়া গেলেও তার মা ঘটনার পর থেকে নিখোঁজ হয়। অনেক খুজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচ এ রক্ষিত অশানাক্ত লাশ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ কনে। এসব নমুনা বিশ্লেষন করে মোট ৫জন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। সংগৃহিত নমুনা থেকে প্রস্তুতকৃত প্রোফাইল ও ঘটনার পর হতে ২৩ জুলাই পর্যন্ত ৫টি পরিবারের মোট ১১জন সদস্যের প্রোফাইল বিশ্লেষন করে ৫টি লাশের পরিচয় নিশ্চিত গওয়া গেছে। সনাক্ত হওয়া ৫ টি লাশের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃর্ধার স্ত্রী এবং মাইলষ্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার লাশ রয়েছে। ঘটনার ৪ দিন পর তার লাশের খোঁজ পেল পরিবার।
নিহত আফসানা প্রিয়ার স্বামী ওহাব মৃর্ধার ভাই দুলাল মৃর্ধা বলেন নিখোঁজ আফসানা প্রিয়ার লাশের সনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।