

মুহাম্মদ রনি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়:আজ ২৩ জুন, সোমবার, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক আয়োজন — Eye Health Awareness Campaign।
এই আয়োজনটি যৌথভাবে পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের PU Social Service Club এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউট।
সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের ১২৫ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় ক্যাম্পেইনটি। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চোখের প্রাথমিক পরীক্ষা, দৃষ্টিশক্তি যাচাই এবং চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান করা হয়। অনেক শিক্ষার্থী চোখের সমস্যা নিয়ে এসে যথাযথ গাইডলাইন পান, যা তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
PU Social Service Club-এর পক্ষ থেকে জানানো হয়,
> “ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি সমাজের প্রতি একটি ইতিবাচক বার্তাও পৌঁছে গেছে।
স্লোগান ছিল – “হাতে হাত ধরে, মানবতার তরে।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফর্মে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বলে আয়োজকরা জানান।
এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাবের দায়িত্বশীলরা।