চোখের যত্নে সচেতনতামূলক স্বাস্থ্য ক্যাম্পেইন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

Share the post
মুহাম্মদ রনি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়:আজ ২৩ জুন, সোমবার, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক আয়োজন — Eye Health Awareness Campaign।
এই আয়োজনটি যৌথভাবে পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের PU Social Service Club এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউট।
সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের ১২৫ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় ক্যাম্পেইনটি। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চোখের প্রাথমিক পরীক্ষা, দৃষ্টিশক্তি যাচাই এবং চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান করা হয়। অনেক শিক্ষার্থী চোখের সমস্যা নিয়ে এসে যথাযথ গাইডলাইন পান, যা তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
PU Social Service Club-এর পক্ষ থেকে জানানো হয়,
> “ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি সমাজের প্রতি একটি ইতিবাচক বার্তাও পৌঁছে গেছে।
স্লোগান ছিল – “হাতে হাত ধরে, মানবতার তরে।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফর্মে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বলে আয়োজকরা জানান।
এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাবের দায়িত্বশীলরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের আয়োজনে জমকালো BBQ Party ২০২৫

Share the post

Share the post প্রতিবেদক: মো. মুহাম্মদ রনিক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ আয়োজন করলো এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর অনুষ্ঠানের—BBQ Party ২০২৫। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রুফটপে এ আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর […]

“জুলাই-আগস্ট ২০২৪ এর শহীদদের স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিশেষ দোয়া ও স্মরণসভা”

Share the post

Share the post মোহাম্মদ রনি, ক্যাম্পাস প্রতিনিধি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি:জুলাই-আগস্ট ২০২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদপ্রধানগণ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কবৃন্দ। সকলেই নীরবতা […]