

আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর শিবপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যব-১১) নরসিংদী। সোমবার (২৩ জুন) দুপুরে র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত সবুজ ওরফে সেলিম (৩৫) পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, রাজধানী ভাষানটেক, গাজীপুরের শ্রীপুর ও নরসিংদীর পলাশ থানার একাধিক ডাকাতি ও হত্যাকান্ড সহ একাধিক মামলার আসামী সবুজ ওরফে সেলিম আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস গত শনিবার দিবাগত রাতে শিবপুর উপজেলার কামড়াবো এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
র্যাব-১১ ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, আটককৃত মোঃ সবুজ ওরফে সেলিম দীর্ঘদিন ধরে ডাকাতি, হত্যা সহ একাধিক মামলায় পলাতক ছিল। তার বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, নরসিংদী সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাকে পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।