চাঁদপুরের আজ অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে আজ ৬জুন শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।বৃহস্পতিবার রাতে দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সকাল ৮টয় সাজ্জাদ দরবার শরীফ ঈদগা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আরিফ চৌধুরী বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে থাকি। এ উপলক্ষে কোরবানির পশু ক্রয়সহ আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ঈদের প্রথম জামায়াত দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামায়াতে ইমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।

এরপর দ্বিতীয় জামায়াত সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।

এছাড়া হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আরিফ চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন।

এছাড়া তার অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন।

যেসব গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন হবে সেগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কচুয়া উপজেলা আ. লীগ সভাপতি শিশির গ্রেপ্তার

Share the post

Share the postআহসান হাবীব সুমন,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :চাঁদপুরের কচুয়া উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (১০ আগস্ট) ঢাকার মালিবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুরে আনা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান।গ্রেপ্তার শাহজাহান শিশিরের স্ত্রী নুরুন্নাহার বলেন, শিশিরের নামে যে […]

কচুয়ায় সরকারি দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ,বিকল্প রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

Share the post

Share the postআহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সিমানা বাউন্ডারি দেয়াল নির্মাণ করে শতবছরের পূর্বের মানুষের চলাচল যাতায়াত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এঘটনায় রবিবার বিকেলে ৪৪ নং উত্তর উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুক্তভোগী কয়েকশতাধিক পরিবার বিকল্প রাস্তা তৈরি করে দিতে সরকারের […]