সোনারগাঁয়ে পাইলট উচ্চ বিদ্যালয়ে হঠাৎ বিশ শিক্ষার্থী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে

Share the post

ফাহাদ, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় ২০ শিক্ষার্থী শ্রেণিকক্ষে শ্বাসকষ্ঠজনিত রোগে আক্রান্ত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা সেরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল সোমবার ১৯ মে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের ১টা ৩০ মিনিটের দিকে দশম শ্রেণিতে একই রকমভাবে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। পরে অভিভাবকদের সহযোগিতায় আরও ছয় অসুস্থ শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অনেক শিক্ষার্থীকে স্থানীয় বিভিন্ন স্থানীয় ক্লিনিক ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- আকসারা, তাইয়েবা, তারিকা করিম, রাজিয়া, হাফসা, লিজা ও সাদিয়া। শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালীন সময় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী প্রথমে অসুস্থ হয়। পরে দশম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থী একের পর এক অসুস্থ হতে থাকে। এতে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিভাবক দুলাল মিয়া জানান, তার ভাতিজি ১০ শ্রেণির শিক্ষার্থী শ্রেণিকক্ষে হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক জানিয়েছেন, কোনো ধরনের ভীতির কারণে শিক্ষার্থীরা এমন অসুস্থ হতে পারে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বলেন, সবাই প্রচন্ড শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন। অবস্থার অবনতি দেখে অসুস্থ শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হলেও জানে না জুলাই যোদ্ধারা, ব্যর্থতা কার

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ : “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে তিনদিনব্যাপী লোক ও কারুশিল্প মেলার আয়োজন করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। ৩ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত মেলা চললেও গতকাল ৯ আগষ্ট ছিল মেলার শেষ দিন। কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই উদ্বোধন ও সমাপ্তি হয় এ মেলার। জানা যায়, যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেলার […]

সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চরে বিএনপি নেতার অবৈধ চুনের কারখানা, নিরব প্রশাসন।

Share the post

Share the post ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : সোনারগাঁয়ে গত ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদক ব্যবসা, অবৈধ কারখানা সহ যেসব অরাজকতা চালিয়েছেন ৫ আগষ্টের পর পলাতক সেসব নেতাদের হাত বদল হয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলছে। সোনারগাঁ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি নেতা আ. রউফ ও আ. জলিলের অবৈধ চুনা কারখানায় প্রতিদিন প্রায় […]