গাজীপুরে চাঁদার দাবিতে হামলা, প্রাণনাশের হুমকি অভিযোগ
মোঃ আলমগীর হোসাইন, কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর থানাধীন তেলিরচালা এলাকায় চাঁদার দাবিতে এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ মোক্তার হোসেন থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোক্তার হোসেনের ভাতিজা মোঃ জাকির হোসেন স্থানীয় জালাল উদ্দিন মার্কেটে দুটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। অভিযুক্ত মোঃ আবুল হোসেন (৫৫) দীর্ঘদিন ধরে তার কাছে ৮০,০০০ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় মোক্তার হোসেন ও তার ভাতিজাকে বিভিন্ন সময় হুমকি প্রদান করা হয়।
গত ১৮ মার্চ রাত ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি ফোন করে মোক্তার হোসেনকে তেলিরচালা লালমাটি কলোনীতে ডেকে নেন। সেখানে নিয়ে গিয়ে অভিযুক্তসহ আরও ৪-৫ জন সহযোগী মিলে তাকে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেধড়ক মারধর করেন। এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ভুক্তভোগীর পকেটে থাকা নগদ ২০,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি। পরে রাত ১০:৩০ মিনিটের দিকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় মোক্তার হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নেন এবং পরিবারের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী।