চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুশফিক।

Share the post

চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুশফিক।

চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতার পর তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। এর মধ্যেই ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।

২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখা মুশফিক বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৭৪ ম্যাচ। এ সময়ে ৩৬.৪২ গড়ে তার ব্যাটে এসেছে ৭ হাজার ৭৯৫ রান। তার ব্যাটে ৯ সেঞ্চুরির পাশাপাশি এসেছে ৪৯ হাফসেঞ্চুরি। প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার উপরে আছেন শুধুমাত্র তামিম ইকবাল। দিন কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিমের ব্যাটে এসেছে ৮ হাজার ৩৫৭ রান।

ওয়ানডে সংস্করণকে বিদায় জানানো মুশফিক ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। ফলে এখন জাতীয় দলের সাদা জার্সিতেই ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে দেখা যাবে। তবে কতদিন পর্যন্ত সাদা পোশাকে জাতীয় দলে তাকে দেখা যাবে সেটি নিশ্চিত করেননি এই ডানহাতি ব্যাটার।

নিজের বিদায়ী বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আমি আজকে থেকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। সবকিছুর জন্য আলহামদুল্লিলাহ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমরা সীমিত সাফল্য পেয়েছি। এর মধ্যে একটাই নির্দিষ্ট ছিল- তা হলো যখন জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছি তখনই আমি আমার শতভাগ দিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ কয়েক সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি বুঝেছিলাম, এটাই আমার ভাগ্য। আশা করি সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং সকলকে ঈমান কবুল করবেন। শেষ বলতে চাই, আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিচ্ছি। যাদের জন্য শেষ ১৯ বছর ক্রিকেট খেলেছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান, তিন রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা জরিমানা।

Share the post

Share the postমো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী : সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ ০৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় […]

চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করল বিজিবি,পাঠানো হয়েছে ক্যাম্পে

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের অবাধে বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।মঙ্গলবার (০৭ অক্টোবর) ৭ ঘন্টায় বিশেষ অভিযানে অস্থায়ী চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদেরকে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের […]