ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তারা স্বামী-স্ত্রী।আটকের সময় এরশাদ উল্যাহ (২৮) ও নাজমা আক্তারের (৩৯) কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।মঙ্গলবার (৪ মার্চ) রাতে মাইজদী হাউজিং এলাকার বালুর মাঠের পাশে একটি ডায়াগনস্টিকের সামনে থেকে ইয়াবা বেচা-কেনার সময় তাদের আটক করা হয়।
মাদককারবারী এরশাদ উল্যাহর বাড়ি কক্সবাজারের টেকনাফের হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ায় এবং নাজমা আক্তারের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুরের মিঝি বাড়ি।নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে মাইজদী হাউজিং এলাকার বালুর মাঠের পাশে অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, গ্রেপ্তার দুই জন পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আগের একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে নতুন করে মামলা হয়েছে।