শেখ হাসিনার বিচার ও নিহতদের রাষ্ট্রীয় শহীদী মর্যাদার দাবি করবে বিএনপি. মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে বিএনপির অর্থ সহায়তা

Share the post
মোঃখায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে গত ৪আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার দুপুরের শহরের ইসলামপুর এলাকায় নিহত ৩ জনের স্বজনদের সাথে দেখা করে সহযোগিতার অর্থ তুলে দেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আর্থিক সহযোগিতা ছাড়াও যেকোন প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সরকারের বিচারের দাবি তোলা হবে।  একইসাথে রাষ্ট্রকর্তৃক নিহতদের শহীদী মর্যাদার জন্য বিএনপি কাজ করবে। নিহত পরিবারের কর্মসংস্থান সহ যেকোন প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা হবে।
এসময় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়ের কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান বাবুল,সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু,  সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব কামরুজ্জামান রতন , সাবেক মেয়র এরাদত মানু,জেলা যুবদলের  আহব্সবায়ক মজিবর রহমান, সদস্য সচিব মাসুদ রানা,জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন বিনা, এসময়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রতিটি মোড়ে মোড়ে ও ওয়ার্ডপর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মিছিল নিয়ে ও অবস্থান নিতে দেখা জায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে নিহত ঘটনায় আসামি করে নতুন মামলা

Share the post

Share the postমোঃখায়রুল ইসলাম হৃদয়, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজল হত্যার ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে প্রধান আসামী করে নতুন মামলা দায়ের করা হয়েছে। উত্তর ইসলাম নিহত সজল মামলার বাদী হয়ে সেলিম মাহমুদ হত্যার ঘটনায় অভিযোগ দাখিল করেন অন্য একটি সূত্রমতে মামলার উল্লেখ্য আসামিরা হলেন, মুন্সীগঞ্জ -৩ […]

চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হলেন দ্বিতীয়বারের মতো মো. মনিরুজ্জামান

Share the post

Share the post ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান। প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর বাছাই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে  দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি সহকর্মী ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সেই সাথে উপজেলার শ্রেষ্ঠ  সহকারী শিক্ষক ২য় বারের মত  নির্বাচিত করায় জাতীয় […]