জেল থেকে বেরিয়ে নতুন বিপাকে পরীমণি

Share the post

দীর্ঘ ২৭ দিনের কারাবাসের পর আজ (১ সেপ্টেম্বর) বনানীর বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। আর ফিরেই বাড়ি ছাড়ার নোটিশ পেলেন ‘পাগলা দিওয়ানা’ খ্যাত এই নায়িকা।এ প্রসঙ্গে গণমাধ্যমে পরীমণি জানান, ‘বাসা ছাড়ার নোটিশ দিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই বাসা ছাড়তে হবে।’তিনি আরও বলেন, ‘নোটিশ কেন দেবে না, সেটা বলুন? গত কয়েক মাসে কত কিছুই তো ঘটল। বাসার মালিক এত কিছু সহ্য করেছেন, এটাই কম কিসে। আমার বাসা হলে তো আমিই সহ্য করতে পারতাম না। বাসার গেটে ক্যামেরা তাক করা থাকে। এই র‍্যাব, পুলিশ। এ বাসায় তো আমি একা থাকি না। অন্য অনেকেই আছেন। আমার জন্য তো তাদের সমস্যা হয়। আমার জন্য তো অন্যদের সমস্যায় ফেলা ঠিক হবে না। সবাই তো আর ক্যামেরায় ইউজ টু না।’

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে দেখা যায়, পরীর বাড়ির মূল ফটক তালাবন্দী করে ভেতর থেকে নীল রঙের পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পরীর পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, ‘একটি পরিবারের জন্য এ বাড়ির সুনাম নষ্ট হতে বসেছে। এটি আসলে মেনে নেয়া যায় না। এই এলাকাটি ভদ্রলোকের জন্য।’

তিনি আরও বলেন, ‘৬ তলায় পরীমণি একাই ভাড়া থাকেন। অন্যগুলোতে ফ্ল্যাট মালিকরা নিজেদের পরিবার নিয়ে থাকেন। বর্তমানে পরীমণির কারণে অন্যদের নানা রকম প্রশ্ন ও স্বজনদের কাছে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। বাচ্চারাও এসব নিয়ে বিরক্ত। রোজ রোজ পুলিশ, সাংবাদিক। এসব দেখে অভ্যস্ত নয় তারা। এতে করে আমরা বিব্রত। এসব বিষয় বিবেচনা করে পরীমণির ফ্ল্যাটের মালিককে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত যেন ব্যবস্থা নেন তিনি।’আরেক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী তিন মাসের মধ্যে পরীমণিকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হবে। তার ফ্ল্যাট মালিকের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অন্য ফ্ল্যাটের মালিকেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা তালায় সুপারি বাগানে মিললো বৈদ্য নাথের মরদেহ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজন সাহা বাজার সংলগ্ন নাথপাড়ায় প্রবীণ পাট ব্যবসায়ী বৈদ্য নাথ (৮০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে পাশের বাড়ির সুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে বৈদ্য নাথ ভাত খেয়ে কোনো […]

শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি: “আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় […]