সোনারগাঁয়ে পাইলট উচ্চ বিদ্যালয়ে হঠাৎ বিশ শিক্ষার্থী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে

Share the post

ফাহাদ, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় ২০ শিক্ষার্থী শ্রেণিকক্ষে শ্বাসকষ্ঠজনিত রোগে আক্রান্ত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা সেরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল সোমবার ১৯ মে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের ১টা ৩০ মিনিটের দিকে দশম শ্রেণিতে একই রকমভাবে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। পরে অভিভাবকদের সহযোগিতায় আরও ছয় অসুস্থ শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অনেক শিক্ষার্থীকে স্থানীয় বিভিন্ন স্থানীয় ক্লিনিক ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- আকসারা, তাইয়েবা, তারিকা করিম, রাজিয়া, হাফসা, লিজা ও সাদিয়া। শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালীন সময় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী প্রথমে অসুস্থ হয়। পরে দশম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থী একের পর এক অসুস্থ হতে থাকে। এতে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিভাবক দুলাল মিয়া জানান, তার ভাতিজি ১০ শ্রেণির শিক্ষার্থী শ্রেণিকক্ষে হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক জানিয়েছেন, কোনো ধরনের ভীতির কারণে শিক্ষার্থীরা এমন অসুস্থ হতে পারে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বলেন, সবাই প্রচন্ড শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন। অবস্থার অবনতি দেখে অসুস্থ শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সোনারগাঁয়ে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত 

Share the post

Share the postফাহাদ, সোনারগাঁ:সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামাতে ইসলামীর আয়োজনে এই কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূ’রা সদস্য ও নারায়ণগঞ্জ-০৩, সোনারগাঁ আসনের এমপি মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা জামায়াতের তদারককারী মাওলানা আশরাফুল […]

সোনারগাঁয়ে অজ্ঞাত দুটি মরদেহ  উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ 

Share the post

Share the postফাহাদ, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক স্থান থেকে দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২১ মে) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ললাটি বাসস্ট্যান্ড থেকে একজন ও মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষাঢ়িয়ারচর এলাকায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক ওয়াহিদ মোর্শেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে […]