

ফজলে রাব্বী, নাটোরঃ নাটোরে সিংড়ায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডে সাহেব আলীর বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দিনমজুর সাহেব আলীর পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
রবিবার (১৮ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম দক্ষিণ খাসপাড়ার সাহেব আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, বাসার গ্যাস সিলিন্ডারের গ্যাস নি:সরন থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা টিভি, ফ্রিজ সহ সকল আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়। স্থানীয়রা এগিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।