সাতক্ষীরায় সবজির দাম দ্বিগুণ, বিপাকে খেটে খাওয়া মানুষ
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :সাতক্ষীরায় হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সাতক্ষীরা সুনতানপুর বড় বাজার, কদমতলা বাজার, যেঠুয়া বাজার, তালা বাজার ইসলামকাটি বাজার, ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে। ফলে স্বল্প আয়ের মানুষের পক্ষে নিয়মিত বাজার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে পাইকারি দরে সবজি বিক্রি হয়েছে পটল ও ঢেঁড়শ প্রতি কেজি ৫০টাকা, করলা ও উচ্ছে ১২০ টাকা, বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, কচুর লতি ৫৫ টাকা, কচুর ফুল ৫০ টাকা, লাউ প্রতি পিচ ৪০ টাকা, কলা ও কচু ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, কচুর মুখি ৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, টমেটো ১১০ টাকা, বরবটি ৫৫ টাকা, ওল ৮০ টাকা, গাজর ৮০ টাকা, গোল আলু ১৮ টাকা, মিষ্টা কুমড়া ৩৫ টাকা, কাকরোল ৫০ টাকা, পুঁইশাক ও পল্লা শাক ৩০ টাকা করে।
অন্যদিকে খুচরা বাজারে এসব পণ্যের দাম আরও চড়া পটল ও ঢেঁড়শ ৬০ টাকা, করলা ও উচ্ছে ১৫০ টাকা, বেগুন ৯০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, কচুর লতি ও কচুর ফুল ৬০ টাকা, লাউ ৬০ টাকা প্রতি পিচ, কাঁচা কলা ও কচু ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কাঁচা মরিচ ১৮০ টাকা, কচুর মুখি ৬০ টাকা, পেঁপে ৩৫ টাকা, টমেটো ১৪০ টাকা, বরবটি ৬০ টাকা, ওল ৯০ টাকা, গাজর ১২০ টাকা, গোল আলু ২০ টাকা, মিষ্টা কুমড়া ৪০ টাকা, কাকরোল ৬০ টাকা এবং শাক-সবজি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
কৃষকরা জানান, টানা বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কমে গেছে এবং দাম বেড়ে গেছে। তবে বাজারে দাম বাড়লেও কৃষকরা এর পুরোটা সুবিধা পাচ্ছেন না। এক কৃষক জানান, আমরা মাঠ থেকে যে দামে বিক্রি করি, ব্যবসায়ীরা তার দ্বিগুণ দামে বিক্রি করে। অথচ উৎপাদন খরচ, মজুরি, সার ও কীটনাশকে ব্যয় বেড়ে যাওয়ায় এবার লোকসানের আশঙ্কা রয়েছে।”
অন্যদিকে সাধারণ ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে অন্তত কিছু জিনিসের দাম কম থাকলে একটু স্বস্তিতে বাঁচা যেত। কিন্তু সবজির পাশাপাশি ডিম, মাছ, মাংস সব কিছুর দাম বাড়ায় বাজারে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।সব মিলিয়ে সাতক্ষীরায় চলমান সবজির মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনে নতুন সংকট তৈরি করেছে।