শুক্রবার কক্সবাজার আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধি  : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৪ মার্চ শুক্রবার কক্সবাজার সফরে আসছেন। ২ জনই একইদিন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন। বিশ্বস্ত একটি সুত্র এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর শুক্রবার কক্সবাজার সফরসূচি চুড়ান্ত করা হলেও নিরাপত্তাজনিত কারণে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এর শুক্রবার কক্সবাজার সফরসূচি প্রাক প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে বিশ্বস্থ সুত্র জানিয়েছে।
২ জন ভিভিআইপি’র কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সুত্র মতে, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব ২ জন একইদিন কক্সবাজারে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে অংশ নিলেও তাঁরা ২ জনই রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন বলে ২ জনের প্রাক প্রাথমিক সফরসূচিতে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব সহরোহিঙ্গাদের সাথে ইফতার, কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করার কর্মসূচী ছাড়াও গুরুত্বপূর্ণ আরো কিছু প্রোগ্রামে অংশ নেবেন।
এছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২ টায় বিশেষ হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে যাবেন। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘের মহাসচিব সেখানে কয়েকটি মতবিনিময় সভা ও রোহিঙ্গা ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষন করবেন। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সহ রোহিঙ্গাদের সাথে ইফতারে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থাকে সড়কপথে কক্সবাজার পৌঁছে রাত সাড়ে ৮ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম দেওয়া হয়েছে ‘রামাদান সলিডারিটি ভিজিট’। বাংলাদেশ সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর রমজান মাসে মিসর ও জর্দান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। এবারের রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি।
পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারী জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান, তিন রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা জরিমানা।

Share the post

Share the postমো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী : সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ ০৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় […]

চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করল বিজিবি,পাঠানো হয়েছে ক্যাম্পে

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের অবাধে বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।মঙ্গলবার (০৭ অক্টোবর) ৭ ঘন্টায় বিশেষ অভিযানে অস্থায়ী চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদেরকে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের […]