

রাবি প্রতিনিধি:দেশের প্রথম শিক্ষাবিষয়ক স্বতন্ত্র ক্লাব রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব-এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হানা মালিক সেঁজুতিকে সভাপতি ও আনজুম তাসনিম তটিনীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের ৪০৩ নম্বর কক্ষে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন নাদিয়া সুলতানা কাশমি, সারোয়ার জাহান, প্রজ্ঞা লাবণ্য খান ও আফসানা হাসান জেরিন। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শিকদার মোহাম্মদ মেহেদী হাসান, আলিম খান ফারহান ও সৈয়দ একরামুল হাসান। কোষাধ্যক্ষ হিসেবে শেখ সাদি, গবেষণা সম্পাদক হয়েছেন জেবা আনিকা চৌধুরি, পরিকল্পনা সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং দপ্তর সম্পাদক হয়েছেন ফারদিনা সরকার।
এছাড়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মো. মমিনুর রহমান সাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফিয়া জাহিন সিথী, প্রকাশনা সম্পাদক মো. ফেরদৌস ইসলাম শুভ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিমুল ইসলাম। জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ফাহাদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নওসিন তাবাসসুম অর্পা ও নুসরাত নওরীন।
উল্লেখ্য, রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG 4) বাস্তবায়নে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে।