রাঙ্গাবালীতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার
মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গাবালীঃ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার-বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এবং অভিবাসী বিশেষজ্ঞ একেএম শরিফুল আলম । সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।
সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি করা সম্ভব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
এছাড়া কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ দালালচক্রের প্রতারণা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, প্রবাসী, বিদেশ গমনে আগ্রহী লোকজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।