রাঙ্গাবালীতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার

Share the post

মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গাবালীঃ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার-বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এবং অভিবাসী বিশেষজ্ঞ একেএম শরিফুল আলম । সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।

সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি করা সম্ভব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

এছাড়া কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ দালালচক্রের প্রতারণা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, প্রবাসী, বিদেশ গমনে আগ্রহী লোকজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পবিপ্রবি অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা সে অনুষ্ঠানের ব্যানারে নয়টি ভুল, অতপর ব্যানার ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন

Share the post

Share the postপটুয়াখালী জেলা প্রতিনিধি:পবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণা উৎসব – ২০২৫’। ১৮ মে রবিবার বিশ্ববিদ্যালয়ের ২৩ বছরের ইতিহাসে প্রথম গবেষণা উৎসব অনুষ্ঠিত হয়েছে কিন্তু সব কিছু ছাপিয়ে আলোচনায় বানান ভুলের মহোৎসব। এই অনুষ্ঠানকে ঘিরে সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। ‘পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার’ এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে বানান ভুল যেন […]

রাঙ্গাবালীতে ২ দিনের যুব নেতৃত্ব বিকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক রিফ্রেশার ট্রেনিং সম্পন্ন

Share the post

Share the postমোঃ আশরাফুল ইসলাম,রাঙ্গাবালী(পটুয়াখালী):পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় রুপান্তর-এর আস্থা প্রকল্পের আওতায় যুব ফোরামের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী একটি রিফ্রেশার ট্রেনিংয়ের সফল সমাপ্তি হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল — “সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকর ব্যবহার”। প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, কার্যকর যোগাযোগ, দল পরিচালনা, সমস্যা সমাধান ও ডিজিটাল মাধ্যমের […]