রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পরিবেশ উপদেষ্টার পরিদর্শন: পরিবেশ সংরক্ষণে গুরুত্ব আরোপ

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহলবাড়ি এলাকায় অবস্থিত প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা ঘুরে দেখে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প একনেক সভায় উপস্থাপিত হয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে কারও দ্বিমত নেই। তবে বাস্তবায়নের আগে জায়গার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করাটা জরুরি।
তিনি আরও বলেন, ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। বাজেট বরাদ্দ কিছু কম-বেশি হতে পারে, তবে কাজ শুরু হলে প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দ পাওয়া সম্ভব, এ নিয়ে হতাশার কিছু নেই।
বিশেষভাবে তিনি পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, চলনবিল অধ্যুষিত বড়াল নদী ও এর আশেপাশের গোচারণ ভূমির যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়টি মাথায় রেখেই স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে।
এর আগে, তিনি সোমবার সকাল সাড়ে ১০টায় অস্থায়ী ক্যাম্পাস, অ্যাকাডেমিক ভবন-৩ এ পৌঁছালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে অডিটোরিয়ামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর তিনি বাঘাবাড়ি ঘাট থেকে বড়াল নদী পাড়ি দিয়ে তিন নদীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত প্রস্তাবিত ক্যাম্পাস এলাকা পরিদর্শনে যান।
প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকায় পৌঁছালে উপদেষ্টাকে পুনরায় স্বাগত জানানো হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি ও আশপাশের অঞ্চল ঘুরে দেখেন এবং সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বৃক্ষরোপণ শেষে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ সময় উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল), ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও পুরো আয়োজনে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা

Share the post

Share the postজলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১,০০০ রোগী এই সেবা গ্রহণ করেছেন। সিরাজগঞ্জ শহরের আমলা পাড়ায় অবস্থিত প্রফেসর ডা. এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থান […]

শাহজাদপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

Share the post

Share the postমোঃ সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে টানা বর্ষণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে অলস সময় পার করছেন সাধারণ মানুষ, আর চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। প্রতিদিনের মতো শ্রমে ঘামে দিন চালানো মানুষগুলো এখন কর্মহীন হয়ে পড়েছেন। রিমঝিম বৃষ্টির শব্দ যদিও অনেকের কাছে রোমান্টিক বা প্রশান্তির মনে হলেও, এই […]