কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি : ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ছেলেক আনতে গিয়ে নিহত নিখোঁজ হওয়া স্কুলের তুতীয় শ্রেনীর শিক্ষার্থী ওহির মা আফসানা প্রিয়ার(৩০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গ্রামের বাড়ী কালিয়াকৈর উপজেলার মেদীয়াশুলাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃর্ধার স্ত্রী ।
পরিবারিক সুত্রে জানা যায়, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেনীতে লেখা পড়া করতো গাজীপুরের কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃর্ধার ছেলে আফসান ওহি। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনই ছেলেকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো। প্রতিদিনের মত সোমবারও আফসানা প্রিয়া তার সন্তান আফসান ওহিকে স্কুলে নিয়ে গিয়ে শ্রেনী কক্ষে দিয়ে নিজে অভিবাবক কক্ষে বসে ছিলেন। একপর্যায়ে ছেলে আফসান ওহি ক্লাশ রুম থেকে বের হলে মা আফসানা প্রিয়া ছেলের ব্যাগ আনতে ভেতরে যাওয়া মাত্রই হঠাৎ করে স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত হয়। এসময় সন্তান আফসান ওহিকে পাওয়া গেলেও তার মা ঘটনার পর থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ৪দিন পর বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে আফসানা প্রিয়ার লাশের সনাক্ত করা হয়। পরে ওই দিনই রাত ১২টার দিকে লাশ গ্রামের বাড়ীতে নিয়ে আসে। এবং রাত সাড়ে ১২টার দিকে মেদীয়াশুলাই পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।