ভোলায় বোরো ধান কাটার ‘মাঠ দিবস’ উদযাপন

Share the post
মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পরিরহাট এলাকায় বোরো ধান কাটার মধ্য দিয়ে ‘মাঠ দিবস’ উদযাপন করা হয়েছে। আজ শনিবার, ৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০টায় বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত একটি প্রদর্শনী প্লটে এ দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) মোঃ হাবিব উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলার উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষাণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রদর্শনী প্লটে ব্রি ধান-৭৪ জাতের ধান চাষ করা হয় এবং তা কাটা হয় ‘একক মাঠ প্রদর্শনী’ কর্মসূচির অংশ হিসেবে। মাঠ দিবসের মূল উদ্দেশ্য ছিল আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং উচ্চফলনশীল জাত চাষে তাদের উৎসাহিত করা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চরফ্যাশনে দুই ভাইকে পুড়িয়ে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:  ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই সহোদরকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ ও নৃশংস ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটলো নিহতদের পরিবারের। বুধবার দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসাইন এই চাঞ্চল্যকর […]

জোয়ারের পানিতে ভাসছে ভোলা: ২০ গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং অমাবস্যার সম্মিলিত প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে, বিশেষ করে বাঁধের বাইরের অন্তত ২০টি গ্রাম এখন পানির নিচে। আকস্মিক এই বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন। জোয়ারের পানিতে রাস্তাঘাট, […]