ভোলায় বোরো ধান কাটার ‘মাঠ দিবস’ উদযাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) মোঃ হাবিব উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলার উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষাণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রদর্শনী প্লটে ব্রি ধান-৭৪ জাতের ধান চাষ করা হয় এবং তা কাটা হয় ‘একক মাঠ প্রদর্শনী’ কর্মসূচির অংশ হিসেবে। মাঠ দিবসের মূল উদ্দেশ্য ছিল আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং উচ্চফলনশীল জাত চাষে তাদের উৎসাহিত করা।