ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
আল আমিন, ভালুকা (ময়মনসিংহ):ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (২৬ শে মার্চ) ভালুকা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সম্মেলিত কুচকাওয়াজ, রচনা,চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবসটি উৎযাপিত করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ্ আল মাহমুদেরর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সালাহ উদ্দিন আহমেদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, ভালুকা পৌরস্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তিয়াস মাহমুদ শুভ।
এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ভালুকা উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।