বাহুবলে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগান বড় লাইন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন ডিএনসির হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বাধীন একটি রেইডিং টিম। অভিযানে গ্রেফতার হন মৃত সম্ভু চাষার পুত্র সন্তোষ চাষা (৪৭), যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।অভিযানকালে সন্তোষ চাষার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বাহুবল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে,এমন অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর ভাষ্যমতে, ডিএনসির এ ধরনের কার্যক্রম মাদক নির্মূলে প্রশাসনের দৃঢ় ও কঠোর অবস্থানের প্রমাণ বহন করে।
মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।