বরিশালে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Share the post

শাওন অরন্য,বরিশাল প্রতিনিধি।

বরিশালে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। জাতিসংঘ এ বছর নারী দিবসের প্রতিপাদ্য

নির্ধারণ করেছে, ‘আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা। আর বাংলাদেশে সরকারের পক্ষ থেকে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার। ১৮৫৭ সালের ৮ মার্চ মজুরি-বৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর দমন-পীড়ন চালায় মালিকপক্ষ। নানা ঘটনার পর ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল

থেকে জাতিসংঘ এই দিনটি নারী দিবস হিসেবে পালন করছে। সারা দেশের ন্যায় বরিশালেও আজ ০৮ মার্চ (রবিবার) বরিশাল নগরীর কেডিসি এলাকার চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাকক্ষ্যে সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এর অনুষ্ঠানের আয়োজন করা হয়। রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা তৌসিফ ইসলাম শাওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী এবং দৈনিক আজকের তালাসের সহঃ সম্পাদক মোঃ খাজা নজরুল ইসলাম এবং চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সদস্য রিনা বেগম ও শিল্পী কর্মকার। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আল আমিন গাজী। রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্য মাহাবুব শুভ, আকাশ, শান্তা, লোপা, তৈমুর এবং চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সদস্য কাজল আক্তার,জোহরা বেগম, সালমা, লাকি আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন ৬০ জন

শ্রমজীবী নারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সম্পাদক মোঃ আবু কালাম। পবিত্র কোরআন তিলওয়াত এর মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করা হয়।অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস এর ইতিহাস, বিষয়বস্তু তুলে ধরা হয় ৬০ জন শ্রমজীবী নারীর মধ্যে। বিশিষ্ট সমাজসেবী মোঃ খাজা নজরুল ইসলাম বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। আজ নারীর অধিকার আদায়ের দিবস।প্রতিটি নারীকে তার অধিকার দিতে হবে। আর এই দিবস নিয়ে সচেতনতামূলক কর্মসূচী করার জন্য রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার বলেন, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন একটি চমৎকার উদ্যোগ। আমাদের এখানের অনেক নারীই জানে না এই দিবসটি কি। এর আগে আমাদের এখানে এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়নি। আজ এই আন্তর্জাতিক নারী দিবসে সচেতনতামূলক কর্মসূচী করার ফলে আমাদের নারীরা তাদের অধিকার সম্পর্কে জানতে পেরেছে যা তাদের অনেক উপকারে আসবে। তাই রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর এই কর্মসূচীর জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সভাপতি তৌসিফ ইসলাম শাওন বলেন, প্রতিদিনই নারীর প্রতি নির্যাতন, হয়রানিসহ নানান ধরনের নেতিবাচক খবর আসে। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, নারীর প্রতি সব ধরনের বৈষম্য ও অন্যায় অবিচারের বিরুদ্ধ্যে রুখে দাঁড়াব। তাদের সমান অংশীদারত্বের সাথে বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাব। দুপুর ১২টা ৩০ মিনিটে আলোচনা পর্ব শেষে এই শ্রমজীবী নারীদের মধ্যে খাবার বিতরণ এর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]