বরগুনায় তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ কর্মসূচির ২০ হাজার চারা বিতরণ: তরুণদের মাঝে অনুপ্রেরণার প্রতীক মামুন মোল্লা
মো: সাদেকুর রহমান, বরগুনা : জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর ‘সবুজ বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বরগুনা-১ আসনে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় বিএনপি নেতা জনাব ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা। তিনি বিগত কয়েক মাস ধরে বরগুনার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে উৎসাহিত করতে বিপুল সংখ্যক গাছের চারা বিতরণ করে চলেছেন। ইতোমধ্যে তিনি প্রায় ২০ হাজার গাছের চারা বিতরণ করে এক বিশাল মাইলফলক স্পর্শ করেছেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সামাজিক বনায়ন মামুন মোল্লার এই কর্মসূচি কেবল চারা বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সরাসরি সামাজিক বনায়ন কার্যক্রমে যুক্ত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। চারা বিতরণের মাধ্যমে তরুণ প্রজন্মকে তাদের ভবিষ্যতের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ার অংশীদার করে তোলা হচ্ছে।
প্রকৃতির প্রতি তারেক রহমানের যে অঙ্গীকার, তাকে সফল করতে মামুন মোল্লা বরগুনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বার্তা পৌঁছে দিচ্ছেন: “একটি গাছ মানে একটি জীবন” এবং “সবুজ বাংলাদেশ তারেক রহমানের অঙ্গীকার”।
মানবিক কর্মকাণ্ড ও অনুপ্রেরণার উৎস গাছের চারা বিতরণের পাশাপাশি জনাব ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা এলাকার তরুণদের হৃদয়ে এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে স্থান করে নিয়েছেন তার বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে। শিক্ষা, স্বাস্থ্য, এবং সমাজের বিভিন্ন প্রয়োজনে তার তাৎক্ষণিক এবং কার্যকর অংশগ্রহণ বরগুনা-১ আসনের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার এই উদ্যোগ তরুণদের কেবল রাজনীতি নয়, বরং সামাজিক দায়বদ্ধতা ও জনসেবায় উৎসাহিত করছে।
এই কর্মসূচির সফলতায় বরগুনা-১ আসনের তরুণ সমাজ বিশ্বাস করে, আজকের এই সচেতন তরুণ প্রজন্মই জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের একটি সবুজ, সচেতন, ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
জনাব মামুন মোল্লা জানিয়েছেন, তার এই সবুজায়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বরগুনার সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, আসুন আমরা সবাই মিলে এই মহৎ উদ্যোগে সামিল হই এবং একটি পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে অবদান রাখি।