প্রতিটি মানুষের জীবনে সফলতা অর্জনে বাদ দিতে হবে ৭ অভ্যাস

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : আমরা সবাই জীবনে সফল হতে চাই। সফলতা পেতে হলে কোন কাজগুলো করবো আর কোনগুলো এড়িয়ে যাব তা সবারই জানা জরুরি। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্টিকেল ওয়েবসাইট মিডিয়াম ডটকমে একটি প্রতিবেদনে উঠে এসেছে সফল হতে হলে কোন কোন বিষয় এড়িয়ে চলতে হবে। একসঙ্গে একাধিক কাজ করা যাবে না। কেউ যদি একাধারে গায়ক, নায়ক, বিজ্ঞানী, খেলোয়াড় হতে চান, তাহলে আপনি কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। আগে ঠিক করুন, আপনি কোন কাজ করতে আগ্রহী বা কোন কাজ ভালো পারেন। সেদিকে মনোনিবেশ করুন।স্বল্পমেয়াদী মানসিকতা বাদ দিতে হবে। কোনো কাজ কিছুদিন করলেন পরে আর করলেন না, এমন যেন না হয়। কয়েকদিন সকালে হাঁটবেন, কয়েকদিন পর আবার আগের মতোই। এমন হলে কাজে সফল হওয়া যাবে না। যে কোনো কাজ অল্প করে করলেও ধারাবাহিকতা রক্ষা করুন। নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলা।
একজন নেতিবাচক ধ্যানধারণার মানুষ আপনার জীবনকে বিষাক্ত করে তুলতে পারে। কারণ, এ ধরনের মানুষ আপনার জীবনের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। এমন মানুষের সংস্পর্শে থাকুন, যাঁরা আপনার ভেতরের ইতিবাচক দিকগুলো আরও উজ্জীবিত করে তুলবে।টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মত্ত থাকবেন না।আমাদের মাঝে অনেকেই সারাদিন টেলিভিশন বা ইন্টারনেটে ডুবে থাকেন। বর্তমান সময়ের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা এটি। এতে যে আপনার সময়ের অপচয় হচ্ছে। সেই সময়টুকু এমন কাজে লাগানোর চেষ্টা করুন যা আপনার জীবনকে উন্নত করবে। দ্রুত পরিবর্তন আশা করবেন না। কোনো কিছুই হুট করে অর্জন হয় না। ধীরে ধীরে একদিন একদিন পরিশ্রম করেই মানুষ দক্ষ হয়ে ওঠে। চেষ্টা করুন প্রতিদিন এক শতাংশ করে হলেও নিজেকে উন্নত করার।
অস্বাস্থ্যকর জীবনযাপন বাদ দিন,স্বাস্থ্যের যত্ন নিন। জীবনে ভালো কিছু অর্জন করতে হলে প্রথমেই স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। স্বাস্থ্যের যত্নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রম, এই দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।অজুহাত দেখাবেন না।অজুহাত নিজেকে সংশোধন ও উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়েছে, এমন কথা পরিহার করুন। আগে থেকেই ব্যবস্থা নিন যাতে রাস্তায় জ্যাম থাকলেও দেরি না হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে চায় শীতল পাটির কারিগররা

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : শীতল পাটি বাংলার সুপ্রাচীন এক কুটির শিল্পের নাম। শীতল পাটি আমাদের সভ্যতা, কৃষ্টি ও ঐতিহ্যের অংশ। এছাড়া বাংলাদেশের শীতল পাটি এখন বিশ্ব ঐতিহ্যেরও অংশ। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো আনুষ্ঠানিক এ স্বীকৃতি ঘোষণা দেয়। এক সময় সারাবিশ্বে ছিল শীতল পাটির খ্যাতি। আমাদের গৃহস্থালির নানা দরকারি জিনিসের […]

নেত্রকোনায় বন্যায় সাড়ে ৩শ কোটি টাকার আমন ফসলের ক্ষতি, অন্যদিকে ছয়শ কিলোমিটার গ্রামীণ সড়ক ডুবে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রায় ২৫ হাজার হেক্টর আমন ফসলের জমি নষ্ট হয়েছে। যেখানে উৎপাদিত ধানের মূল্য সাড়ে ৩শ কোটি টাকা। এই বন্যায় নষ্ট হয়েছে নানা জাতের সবজি খেত। চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কিছু অঞ্চলে পানি নামলেও নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি এলাকার […]