পাওনা টাকা চাওয়ায় দোকান তালাবদ্ধ ও মারধরের অভিযোগ

Share the post
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও দোকান তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে মো. ইমাম হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ অনুযায়ী, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের খায়েরহাট বাজারে দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করে আসছেন মো. নিয়ামুল ইসলাম। ২০২২ সালের ২৭ আগস্ট পাঁচ বছরের জন্য দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। দোকান থেকে নিয়মিত পণ্য কিনতেন মো. ইমাম হোসেন। ধাপে ধাপে তার কাছে ১০,৯৭০ টাকা বাকি হয়ে যায়। পাওনা টাকা চাইলে প্রথমে তালবাহানা করেন, পরে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে দোকান ছাড়তে বলেন।
ভুক্তভোগী নিয়ামুল ইসলাম জানান, “আমার দোকান থেকে নিয়মিত বাকিতে মালামাল নিতেন ইমাম হোসেন। পাওনা টাকা চাইলে তিনি নানা অজুহাত দেন। পরে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিলেও তা পরিশোধ করেননি। উল্টো টাকা চাইতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। সর্বশেষ আমার ছোট ভাইকে মারধর করে দোকানের ক্যাশ থেকে ৮৫ হাজার টাকা ও মালামাল নিয়ে দোকান তালাবদ্ধ করে চলে যান। ঈদের জন্য মালামাল কেনার টাকা দোকানে রাখা ছিল।
অভিযুক্ত মো. ইমাম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো টাকা বা মালামাল নেইনি। মারধরের ঘটনাও সত্য নয়। এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তবে তার দোকান থেকে কিছু টাকা বাকিতে নেওয়া ছিল, যা পরিশোধ করা হয়নি।”
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নিয়ামুল ইসলাম প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কাঁঠালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, খুনি হাসিনার ফাঁসি ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবি

Share the post

Share the post মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে গিয়ে এ কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ছাত্রদল কেন্দ্রীয় […]

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে সমিতি

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সমিতির কার্যনির্বাহী কমিটি সমালোচনার মুখে পড়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ […]