

মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে নওগাঁর মান্দা উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ শুরু হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয় । উপজেলা কৃষি অফিসার মোছা: শায়লা শারমিনের সভাপতিত্বে মেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। জাতীয় ফল মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত নানা ধরনের মৌসুমি ও দেশীয় ফল প্রদর্শন করা হয়। মেলার মাধ্যমে জনগণের মাঝে দেশীয় ফলের গুণাগুণ, পুষ্টিমান এবং চাষাবাদের গুরুত্ব তুলে ধরা সহ দেশী ফল চাষ, পুষ্টির চাহিদা পূরণ ও কৃষি অর্থনীতিকে আরো গতিশীল করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক ও অতিথিরা।