মির্জা তুষার আহমেদ,নওগাঁ: নওগাঁর আস্তান মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিতে অবশেষে পদত্যাগ করেছেন অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম।
আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে ৩ টায় পদ থেকে পদত্যাগ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় কলেজের উন্নয়নে জন্য সরকারি ভাবে আসা বরাদ্দের টাকায় ঠিকমত কাজ করেননি তিনি। যে কারণে এখনও এই কলেজ ক্যাম্পাস অবহেলিত রয়েছে। তিনি বিভিন্ন সময় শিক্ষক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেন। এছাড়াও কলেজের অধ্যক্ষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে অতিরিক্ত ফি আদায় করে তিনি আত্মসাৎ করেন। এরপর অধ্যক্ষের নানা অনিয়ম তুলে ধরে তার অপসারণ দাবি করে একটি পত্র কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছিল। অন্য শিক্ষকরা অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে একটি কাগজে স্বাক্ষর করেছেন। তারপর তিনি তার পদ থেকে পদত্যাগ করেন। এতে আমরা অনেক খুশি হয়েছি। পদত্যাগ পত্রে অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম উল্লেখ করেন, আমি নিন্ম স্বাক্ষরকারী অদ্যই ২১/৮/২৪ তারিখে আমার পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম। এবিষয়ে জানতে অধ্যক্ষ মাহাবুবুল ইসলামের মুঠোফোনে একাধিক বার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।