দুর্গাপুরে জলসিঁড়ি সম্মাননা পেলেন তিন গুণীজন

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ-বই যাবে বাড়ি বাড়ি’’ এই প্রতিপাদ্যে বার্ষিক অধ্যয়ন সভা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে তিন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহঃস্পতিবার সন্ধ্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।এ উপলক্ষে বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামে জলসিঁড়ি কেন্দ্রের সাধারণ সম্পাদক দীপক সরকার ও কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায়, পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‘‘নজরুল পাঠ কেন্দ্রের’’ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ^াস।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সংবর্ধিত জন ভালোবাসার কবি তানভির জাহান চৌধুরী, কবি লোকান্ত শাওন। এছাড়া স্থানীয় ও দেশ বরেণ্য কবি, শিক্ষক ও সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিগন উপস্থিত থেকে আলোচনা ও কবিতা পাঠ করেন।প্রধান অতিথি বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুব সমাসজকে সকল কাজে গতিশীল করতে পাঠের অভ্যাস গড়ে তোলার কোন বিকল্প নাই। সাহিত্যচর্চা করে এমন শিক্ষার্থী কোনদিন বিপথে যেতে পারে না। আসুন, নিজ নিজ অবস্থান থেকে মাসে অন্তত একটি করে নৈতিক শিক্ষা, মহামনীষী অথবা ইতিহাস ঐতিহ্যমন্ডিত বই কিনে প্রিয়জনদের উপহার দেই। দেশকে নতুন করে সাজাতে পাঠের অভ্যাগ গড়ে তোলার আহবান জানান তিনি।আলোচনা শেষে, প্রতিবারের মতো এবছরও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে কথা সাহিত্যিক মোজাফফর আহমেদ (ঢাকা), ভালোবাসার কবি তানভির জাহান চৌধুরী (নেত্রকোনা) ও কবি লোকান্ত শাওন (দুর্গাপুর) কে জলসিঁড়ি সম্মাননা- ২০২৫ প্রদান করা হয়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কুরআন অবমাননাকারির ফাঁসির দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পাল ধর্ম নিয়ে কটূক্তি এবং পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলার সর্বস্তরের যুবসমাজের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।   বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তারা বলেন, আমরা ৯০ […]

দুর্গাপুর প্রেসক্লাবকে কম্পিউটার সেট দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবকে একটি কম্পিউটার সেট প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে ওই কম্পিউটার সেট হস্তান্তর করেন শিবগঞ্জ-দুর্গাপুর সেতু কমিটির সদস্যগণ।   কম্পিউটার সেট হস্তান্তর পুর্ব আলোচনায় প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক […]