ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় বন্ধের দাবীতে নেত্রকোনায় জমিয়তের বিক্ষোভ মিছিল

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় বন্ধের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জেলা শহরের বড়বাজার জামে মসজিদের সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রেসক্লাবের সামনে তারা প্রতিবাদ সভা  করেন।
এসময় উক্ত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাওঃ মুফতি তাহের কাশেমী ও সঞ্চালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি হাফেজ আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল হাদী ফরাজী, বাংলাদেশ যুব জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সভাপতি মাওঃ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ ছাত্র জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক দেলোয়ার সরকার।
এ সময় তারা স্লোগান দেয় “কমিশন না সার্বভৌমত্ব? সার্বভৌমত্ব সার্বভৌমত্ব; গাজায় যখন মানুষ মরে, মানবাধিকার কী করে?; মানবাধিকার কমিশন, মানি না মানবো না; শ্রীলঙ্কা যখন মানেনি, বাংলাদেশও মানবে না” ইত্যাদি স্লোগানে প্রতিবাদ জানান।
উক্ত বিক্ষোভ মিছিলে তারা বলেন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কর্মকাণ্ড দেশের নানান সেক্টরে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন করে অস্থিরতা তৈরি করবে। এজন্য আমরা এর প্রতিবাদে মাঠে নেমেছি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সরকার যেন অতি দ্রুত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সমঝোতা চুক্তি বাতিল করে।
তারা আরও বলেন, আমরা যে জুলাই অভ্যুত্থাণ করেছিলাম তার মূল মোটিভেশন ছিল হাসিনার স্বৈরাচার শাসন। হাসিনা তার বিভিন্ন সংস্থা, এজেন্সির মাধ্যমে শাসন করেছিল। আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য কায়েম করার জন্য বিভিন্ন দেশে তাদের সংস্থা স্থাপন করে। সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা স্থাপন করার মাধ্যমে তারাও এই আধিপত্য কায়েম করতে চাচ্ছে। তাই আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এই চুক্তি বাতিল করার জন্য।
উক্ত বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোনা জেলা ও উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আরো ৪৭ জনকে চোখ অপারেশনে পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১০ আগস্ট) সকালে ৬ষ্ঠ […]

নেত্রকোনার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর  অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জোন ও সার্ভিস সেন্টারে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোনা জোন ও সার্ভিস […]