ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল
তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের ক্ষুদ্র কৃষক কমল মিয়ার ছেলে জুলহাস মিয়া (২১)। তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বাবার সংসারের হাল ধরবেন। কিন্তু সেই স্বপ্ন পুরণের আগেই মাত্র ২১ বছর বয়সে তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধী ক্যান্সার। নিভতে শুরু করেছে তার জীবন প্রদীপ। জুলহাস কে বাঁচিয়ে রাখার আশা ছেড়ে দিয়েছে তার পরিবার।
এ নিয়ে বিভিন্ন শিরোনামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জুলহাস কে নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এ নিউজ চোখে পরেছে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর। পরবর্তিতে তার সকল চিকিৎসা ও পড়াশোনার দায়িত্ব নেন তিনি।
গত সোমবার (০৫ মে) রাতে ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ময়মনসিংহ সায়েম ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে জুলহাসকে দেখতে যান। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক নিশার ভূঁইয়া, দুর্গাপুর পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক নূর উদ্দিন আহমেদ সৈকত সহ আরো অনেকে।
এ সময় তারা জুলহাসসহ তাঁর পরিবারের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। জুলহাসের চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, জুলহাসের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি সকল নেতা-কর্মীদের বলেছি, নিজ নিজ অবস্থান থেকে মানুষের সেবা করুন, এটাই বিএনপি‘র শিক্ষা। বিএনপি সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং তাদের কথা ভাবে। আমি যখন জানতে পারলাম জুলহাসের বিষয়টা তখনই নেতাকর্মীদের পাঠিয়ে তাঁর বিষয়ে খোঁজখবর নিয়েছি। আমি জুলহাসের চিকিৎসার বিষয়ে বিএনপির পক্ষ থেকে সকল রকম সহযোগিতা করবো। সবাই জুলহাসের জন্য দোয়া করবেন সে যেনো দ্রত সুস্থ হয়ে কলেজে যেতে পারে।