আহত ছাত্রলীগের কর্মী অভিকে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান জহির উদ্দিন
গত ৩০ আগষ্ট লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের স্মরণ সভা উপলক্ষে ব্যানার লাগাতে গিয়ে শিশুতলে এম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মোঃ অভি কে চট্টগ্রাম মেডিকেল ভর্তি করা হয়।এইদিকে শোক দিবসের স্মরণ সভা শেষ করে গুরুতর আহত পদুয়া ছাত্রলীগের কর্মী মোঃ অভিকে দেখতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছুটে যান পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জহির উদ্দীন।
সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহকারী একান্ত সচিব এস এম শাহাদাত হোসেন শাহেদ,যুবলীগ নেতা ও সমাজ সেবক মহি উদ্দীন।এই সময় উপস্থিত নেতৃবৃন্দরা গুরুতর আহত পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মোঃ অভির চিকিৎসার খোঁজ খবর নেন এবং যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বাস দেন।