আমিন সেন্টারে নকশীকাঁথার আউটলেট উদ্বোধন
২০১৫ সাল থেকে সুনাম ও বিশ্বাসের সাথে অনলাইনে সেবা প্রদান করে এবার অফলাইনে নিজেদের ব্যবসায়ীক পরিধি বৃদ্ধির জন্য চট্টগ্রাম নগরীর লালখান বাজারের আমিন সেন্টারে আউটলেট চালু করেছে নকর্শীকাঁথা।
আমিন সেন্টারের নিচ তলায় নকশীকাঁথা আউটলেট উদ্বোধন করেন গার্লস প্রায়োরিটির এডমিন তাসনুবা আনোয়ার।এসময় উপস্থিত ছিলেন মেহেদী আর্টিস্ট সালমান, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মো বকতেয়ার চৌধুরী, শাহাবুদ্দিন করিম, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ বিন ইব্রাহীম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান রাকিব, ডিসি গ্রুপের এডমিন শিশির শুভ, কিউ আর কম্পিউটারের সত্তাধিকারী ইফতেখার মাহামুদ, আইনজীবী নজরুল ইসলাম তসিফ, তুষার, হাসনাইন, ইশতিয়াক, সোহাগ, ঈশান প্রমুখ।