

প্রতিবেদক: মোহাম্মদ রনি, ক্যাম্পাস প্রতিনিধি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি : ঢাকা, ২৪ জুলাই ২০২৫ — প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পাবলিক স্পিকিং ফোরাম (PUPSF) এবং ব্যবসায় প্রশাসন বিভাগ এর যৌথ আয়োজনে আজ অনুষ্ঠিত হলো এক অনুপ্রেরণামূলক ও দক্ষতা উন্নয়নমূলক সেশন – “Stand Out Before You Step In”।
সেশনটি বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের রুম-৪০১ এ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার, জনাব আনোয়ারুল কবির। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাঁদের ক্যারিয়ার প্রস্তুতিতে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন।
এই সেশনের মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট কী-নোট স্পিকার, মিস আফসানা ফেরদৌস, যিনি বর্তমানে নিউজিল্যান্ড ডেইরি-র হেড অফ এইচআর হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট দুনিয়ায় তাঁর অভিজ্ঞতা থেকে তুলে ধরেন কীভাবে একজন তরুণ পেশাজীবী শুরুতেই নিজেকে আলাদা করে উপস্থাপন করতে পারেন। চাকরির প্রস্তুতি, কমিউনিকেশন স্কিল, এবং প্রফেশনাল আচরণ—এসব বিষয়ে তাঁর উপদেশ শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত মূল্যবান।
PUPSF-এর পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের সেশন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং কর্মজীবনের জন্য প্রস্তুত করতে তাঁরা বদ্ধপরিকর।
এই আয়োজন আবারো প্রমাণ করলো যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কেবল একাডেমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব জগতের চ্যালেঞ্জ মোকাবেলায়ও প্রস্তুত করছে।