সন্দ্বীপ পৌরসভা ৮নং ওয়ার্ডে এক পরিবারের ৪ জন ইসলাম ধর্ম গ্রহন করছেন।
মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৮নং ওর্য়াড সন্দ্বীপ উপজেলা পরিষদের উত্তর পাশে এক হিন্দু পরিবারের ৪ জন সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে সন্দ্বীপ আদালত ভবনে আইনি প্রক্রিয়া শেষ করে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহন করেন । তাদের সাবেক পরিচয় ঃ ১ / হারাধন সেন সূত্রধর (পিতা) ২/ ঝর্ণা রাণী (স্ত্রী ) ৩/ অন্তর (ছেলে) ৪/ হ্দয় (ছেলে) বর্তমান পরিচয় ঃ ১/ মোহাম্মদ ইউসুফ (পিতা) ২/ বিবি ফাতেমা (স্ত্রী ) ৩/ আব্দুর রহিম (ছেলে) ৪ / আব্দুর রহমান (ছেলে) তারা ইসলাম ধর্ম গ্রহন করে সবার কাছে দোয়া চাইছেন যাতে তারা ঠিত মতো ইসলাম ধর্মের সকল নিয়ম মেনে চলতে পারেন।